১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৩৯:১৯ অপরাহ্ন


ঈশ্বরদীতে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন !
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৩
ঈশ্বরদীতে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন ! ঈশ্বরদীতে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন !


পাবনার ঈশ্বরদী জংশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশনে এঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, বেসরকারিভাবে পরিচালিত ঢাকা মেইল ট্রেন ঈশ্বরদী রেলওয়ে জংশনে ওয়াশের (ধোয়া-মুছা) জন্য দাঁড়িয়ে ছিল। আগামীকাল এটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যাবে। কিন্তু আজ রাত ৮টার দিকে কে বা কারা রাত সাড়ে ৮টার দিকে কেরোসিন ঢেলে আগুন দেয়। এতে ট্রনের ‘ছ’ বগির কয়েকটি সিট পুড়ে যায়। দ্রুত ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে ফায়ার।