০৫ মে ২০২৪, রবিবার, ০২:২৭:০০ অপরাহ্ন


ইতেকাফের সময় কেনাবেচার বিধান
ধর্ম ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০২-০৪-২০২৪
ইতেকাফের সময় কেনাবেচার বিধান প্রতিকী ছবি


ইতেকাফের সময় অপ্রয়োজনীয় দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত হওয়া মাকরুহে তাহরিমি। অপ্রয়োজনীয় বেচাকেনায় লিপ্ত হওয়ার হুকুমও তাই। তবে জরুরি প্রয়োজনে বেচাকেনা করা যায়। যেমন কারো ঘরে খাবার না থাকলে এবং ইতেকাফকারী ছাড়া কিনে দেওয়ার কেউ না থাকলে খাবার কেনা যাবে। একইভাবে ইতেকাফকারী নিজের খাওয়ার প্রয়োজনেও খাবার কিনতে পারবে।

ইতেকাফের সময় মসজিদে অবস্থান করে অপ্রয়োজনীয় বেচাকেনায় ব্যস্ত হলে ইতেকাফ ভেঙে যাবে না। কিন্তু অপ্রয়োজনীয় বেচাকেনার জন্য মসজিদ থেকে বের হলে ইতেকাফ ভেঙে যাবে।

ইতেকাফের অন্যতম প্রধান আমল হলো মসজিদে অবস্থান করা। শরঈ ওজর বা জরুরি প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হলে ইতেকাফ ভেঙে যায়। ইতেকাফরত অবস্থায় অজু, ফরজ-গোসল ও প্রাকৃতিক প্রয়োজন শরঈ ওজর গণ্য হয়। এ সব প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া যায়।