০৪ মে ২০২৪, শনিবার, ০৮:২৩:৪৫ পূর্বাহ্ন


গোদাগাড়ী হতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২৪
গোদাগাড়ী হতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গোদাগাড়ী হতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


রাজশাহীর গোদাগাড়ী হতে মাদক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে কর্ণহার থানা পুলিশ। 

সোমবার দুপুর সোয়া ৩টায় গোদাগাড়ী থানার ভাগাইল এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো: রাকিবুল ইসলাম রাকিব রাজশাহী মহানগরীর কর্ণহার থানার শিশাপাড়ার মো: এন্তাজ আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি'র কর্ণহার থানায় মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কর্ণহার থানা পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি রাকিব রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভাগাইল এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কর্ণহার থানার অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথের দিকনির্দেশনায় মো: তসলিম উদ্দিন ও তাঁর সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য দামকুড়া থানার এসআই মো: মিজানুর রহমান গত ১২ অক্টোবর ২০২১, রাত সোয়া ৯টায় বিন্দারামপুর এলাকা থেকে আসামি রাকিবকে ৫ লিটার চোলাইমদ গ্রেপ্তার করে। এসআই মো: মিজান আসামি রাকিবের বিরুদ্ধে এজাহার দায়ের করলে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে এসআই শ্রী সুভাষ চন্দ্র বর্মণ আসামি রাকিবের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি রাকিবকে ১ বছরের সাজা প্রদান করেন।