০৪ মে ২০২৪, শনিবার, ০৩:০৭:০৬ পূর্বাহ্ন


রাণীশংকৈলে বালু উত্তোলনের অপরাধে ২ জনকে ১৫ দিনের কারাদন্ড
হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২৪
রাণীশংকৈলে বালু উত্তোলনের অপরাধে ২ জনকে ১৫ দিনের কারাদন্ড রাণীশংকৈলে বালু উত্তোলনের অপরাধে ২ জনকে ১৫ দিনের কারাদন্ড


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে কুলিক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মো.আকাশ আলী (৩৩) ও মো.রাশেল (২৩) নামে দুইজন বালু ব্যবসায়ীকে এ কারাদন্ড প্রদান করা হয়। 

আকাশ উপজেলার রাঙ্গাটুঙ্গী গ্রামের নুর ইসলামের ছেলে এবং রাশেল একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ইউএনও ও নির্বাহী ম্যাজিসট্রেট রকিবুল হাসান।

এ সময় ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারী মকলেসুর রহমান ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। 

উপজেলার ওমড়াডাঙ্গী কুলিক নদীর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারায় তাদেরকে এ কারাদন্ড প্রদান করা হয়। তারা দীর্ঘদিন ধরে মহেন্দ্র ট্রাক্টরের মাধ্যমে কুলিক নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলনের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। 

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।