১৮ মে ২০২৪, শনিবার, ১২:৩০:০৩ পূর্বাহ্ন


পবায় ৬ কেজি গাঁজা-সহ ২জন মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ৩০-০৪-২০২৪
পবায় ৬ কেজি গাঁজা-সহ ২জন মাদক কারবারী গ্রেফতার পবায় ৬ কেজি গাঁজা-সহ ২জন মাদক কারবারী গ্রেফতার


রাজশাহী মহানগরীতে ৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল ) সকাল ১১ টায় পবা থানার নওহাটা সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ রবিউল ইসলাম (৪২) সে পবা থানা এলাকার বড়গাছী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ও মোসা: পিংকি খাতুন (২৪), সে যশোর জেলার কোতয়ালী থানার ঝুমঝুমপুর গ্রামের মোঃ জমসেদ আলীর মেয়ে।

মঙ্গলবার  (৩০ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। 

তিনি জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পবা থানা পুলিশ জানতে পারে নওহাটা সরকারি ডিগ্রি কলেজের সামনে বিপুল পরিমান গাঁজা বিক্রির জন্য একজন নারী ও একজন পুরুষ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে এদিন বেলা ১১টার সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারী রবিউল ও পিংকিকে গ্রেপ্তার করে পবা থানার অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মোঃ শামীম হোসেন, এসআই তাজউদ্দীন ও সঙ্গীয় ফোর্স । এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আসামি রবিউলের বিরুদ্ধে পবা থানায় ৪টি মামলা রয়েছে।