৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০:৫৬:৪৯ পূর্বাহ্ন


পুঠিয়ায় কষ্টি পাথরের পার্বতী মূর্তিসহ গ্রেফতার ২
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ২৫-০৩-২০২৩
পুঠিয়ায় কষ্টি পাথরের পার্বতী মূর্তিসহ গ্রেফতার ২ পুঠিয়ায় কষ্টি পাথরের পার্বতী মূর্তিসহ গ্রেফতার ২


রাজশাহীর পুঠিয়ায় ৩৩ কেজি ৩০০ গ্রাম ওজনের ১টি পুরাতন কষ্টি পাথরের মূল্যবান পার্বতী মূর্তিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার (২৫ মার্চ) দুপুর দেড়টায় পুঠিয়া থানা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন পাকা ৩নং ওয়ার্ড গ্রামের মোঃ মোজাফ্ফর হোসেনের ছেলে মোঃ জহুরুল হক (৪৫) ও পুঠিয়া থানাধীন খলিফা পাড়া গ্রামের মৃত শের মোহাম্মদের ছেলে মোঃ স¤্রাট (১৬)।

শনিবার (২৫ মার্চ) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ জহুরুল হক এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু পাচারের উদ্দেশ্যে উক্ত মূর্তি নিজেদের দখলে রাখার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুঠিয়া থানা, রাজশাহীতে হস্তান্তর করা হয়েছে।