২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ০৬:৫২:০৩ অপরাহ্ন


জয়পুরহাটে মোয়াজ্জেম হত্যায় ৪ জনের যাবজ্জীবন
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৩-০৪-২০২৩
জয়পুরহাটে মোয়াজ্জেম হত্যায় ৪ জনের যাবজ্জীবন ফাইল ফটো


জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মোয়াজ্জেম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আকরাম সাকিদার, হাবেজ উদ্দীন, মুক্তার হোসেন, এনজার হোসেন ও এনামুল হক। এদের মধ্যে হাবেজ উদ্দীন বিচার চলাকালীন মারা যান।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৭ অক্টোবর আক্কেলপুর উপজেলার রায়কালী খাঁ পাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেনসহ বেশ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা মোয়াজ্জেম হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়।

পরে গুরুতর আহত অবস্থায় মোয়াজ্জেম হোসেনকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে আক্কেলপুর থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

জয়পুরহাটের কোর্ট ইন্সপেক্টর আব্দুল লতিফ জানান, এ মামলায় আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) মোজাফফর হোসেন ওই বছরের ৩০ নভেম্বর পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নন্দ কিশোর আগরওয়ালা।