১৮ মে ২০২৪, শনিবার, ০৮:৩১:০৯ অপরাহ্ন


ছিনতাই করতে গিয়ে বৃদ্ধার কান ছিঁড়ে নিল দুষ্কৃতীরা
সুমাইয়া তাবাস্সুম:
  • আপডেট করা হয়েছে : ১৫-০৪-২০২৩
ছিনতাই করতে গিয়ে বৃদ্ধার কান ছিঁড়ে নিল দুষ্কৃতীরা ছিনতাই করতে গিয়ে বৃদ্ধার কান ছিঁড়ে নিল দুষ্কৃতীরা


দুল ছিনতাই করতে গিয়ে বৃদ্ধার কান ছিঁড়ল বৃদ্ধা। আহত বৃদ্ধার নাম কমলা সেন। হিন্দমোটর তেঁতুলতলা এলাকায় বাড়ি বৃদ্ধার।

নববর্ষের ভোরে বাড়ির সামনেই ফুল তুলতে গিয়েছিলেন বৃদ্ধা। আচমকাই দুই দুষ্কৃতী বাইক সেখানে আসেন। তাদের মুখে গামছা বাঁধা ছিল। বাইক থেকে নেমে বৃ্দ্ধাকে জাপটে ধরে কানের সোনার দুল ধরে টান মারে। এতে কানের লতি ছিঁড়ে যায় বৃদ্ধার। টানাটানিতে মাটিতে পড়ে যান বৃদ্ধা। কপাল ফেটে তাঁর। বৃদ্ধার চিৎকারে শুনতে পেয়ে পরিবারের সদস্যরা ছুটে এলে ততক্ষণে সেখান থেকে বাইক নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর কানে অস্ত্রোপচারও করা হয়। 

ঘটনার পর উত্তরপাড়া থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধার মেয়ে মিতালী পাল সেন। কয়েকদিন আগে  চন্দননগর পুলিশের এক আই সি’র স্ত্রীর গলার হার ছিনতাই হয়েছিল। এর পরেই শহরের নিরাপত্তায় বাইক বাহিনী তৈরি করে টহল দেওয়ার ব্যবস্থা চন্দননগর পুলিশ। মহিলাদের নিয়ে তৈরি হয়ে উইনার্স টিম। তার পরেও আবারও এই ধরণের ছিনতাইয়ের ঘটনা ঘটল।