২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৯:১০:৪৯ অপরাহ্ন


ক্রিকেটে জুয়াকে বৈধ করতে চায় আইসিসি?
ক্রীড়া ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৩
ক্রিকেটে জুয়াকে বৈধ করতে চায় আইসিসি? ফাইল ফটো


বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান মাঝে মাঝে সমালোচনার মুখে পড়েন। গত বছর জুয়ার একটি কোম্পানির সঙ্গে চুক্তি করে সমালোচনার মুখে পড়েছিলেন। তবে এবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা খোদ আইসিসি জুয়ার বিষয়ে নমনীয়তা দেখাল।

গত মাসে দুবাইতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বৈঠকে জুয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত নেয়া হয়। ওই বৈঠকে নির্বাহী কমিটি জানায়, এখন থেকে দ্বিপাক্ষিক খেলায় ক্রিকেটারদের জার্সিতে এবং মাঠে জুয়ার বিজ্ঞাপন ব্যবহার করা যাবে। খবর মার্কিন ম্যাগাজিন ফোর্বস।

তবে বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে জুয়ার বিজ্ঞাপন নিষিদ্ধই থাকবে। এদিকে দ্বিপাক্ষিক এবং ঘরোয়া খেলায় জুয়ার বিজ্ঞাপন প্রচারের অনুমতি মিললেও সেটি প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবির মতো বাংলাদেশেও হয়তো জুয়ার বিজ্ঞাপন নিষিদ্ধ থাকবে। কারণ এ দেশের আইনে জুয়াকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। তবে ক্রিকেটারদের জার্সিতে জুয়ার বিজ্ঞাপন বা লোগো ব্যবহার করা না হলেও টিভিতে প্রায়ই জুয়ার বিজ্ঞাপন দেখা যায়।