০১ মে ২০২৪, বুধবার, ০১:০১:৪৯ অপরাহ্ন


বিটিআরসির পাওনা পরিশোধ করল গ্রামীণফোন
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২০-০৬-২০২৩
বিটিআরসির পাওনা পরিশোধ করল গ্রামীণফোন ফাইল ফটো


উচ্চ আদালতের নির্দেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তরঙ্গ ফি, ভ্যাটবাবদ প্রায় ১ হাজার কোটি টাকা দিয়েছে গ্রামীণফোন।

মঙ্গলবার (২০ জুন) গ্রামীণফোনের মুখপাত্র হোসেন সাদাত সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রামীণফোনের এ মুখপাত্র বলেন, গত ১৪ জুন এ টাকা পরিশোধ করা হয়েছে। ‘২জি লাইসেন্স’ নবায়ন সংক্রান্ত ভ্যাট ও তরঙ্গ ফি বিষয়ক মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লিখিত রায়ের কপি গত ১ জুন হাতে পায় গ্রামীণফোন। আইন অনুযায়ী প্রাপ্য অধিকার সংরক্ষণ সাপেক্ষে গ্রামীণফোন লিমিটেড রায় অনুযায়ী গত ১৪ জুন প্রয়োজনীয় পে-অর্ডার বিটিআরসিকে হস্তান্তর করেছে।

চলতি বছরের জানুয়ারির দিকে আপিল বিভাগের আদেশে গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে বিভিন্ন ফি ও ভ্যাটসহ টাকা পরিশোধ করতে বলা হয়।

বিটিআরসি জানায়, অপারেটরগুলোর কাছে তাদের এ পাওনা টাকার পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি টাকা। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সংশ্লিষ্ট অপারেটরদের কাছ থেকে প্রাপ্য আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রামীণফোন আপিল বিভাগের ওই আদেশের সার্টিফায়েড কপি পেয়েছে ১ জুন। এরপর ১৪ দিনের মাথায় তারা এ টাকা পরিশোধ করল।