০৫ মে ২০২৪, রবিবার, ১২:৪৫:০২ অপরাহ্ন


ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২৩
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু ফাইল ফটো


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে সারাদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত ছাড়িয়েছে এক লাখ।

সোমবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। একই সময়ে আরও ২ হাজার ১৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২ হাজার ১৯১ জন। তাদের মধ্যে ঢাকার ৪৯ হাজার ৩২৮ জন এবং ঢাকার বাইরের ৫২ হাজার ৮৬৩ জন।