৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০২:৪৮:৩৪ পূর্বাহ্ন


নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৪-২০২৪
নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে একটি নির্মাণাধীন ভবন থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন।

তবে তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, স্থানীয় আব্দুল আহাদ নামের এক ব্যক্তির বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলছে। সেখানে সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়েছে। যা নির্মাণের পর বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন সেই ট্যাংকের ফিনিশিং কাজ করতে শ্রমিকরা এর ভেতরে যায়। সেখানে বন্ধ থাকায় গ্যাস তৈরি হওয়া শ্রমিকরা দমবন্ধ হয়ে মারা যায়। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।