৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৯:১৪:০৭ পূর্বাহ্ন


দুবাইতে বৃষ্টির জেরে মৃত্যু ২০
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৪
দুবাইতে বৃষ্টির জেরে মৃত্যু ২০ ছবি: সংগৃহীত


গত কয়েকদিনের বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত দুবাই। জলে ভোরে গেছে রাস্তাঘাট, শপিং মল. , জল মগ্ন বিমানবন্দরও। এই বন্যার জেরে ওমানে অন্তত ১৮-২০ জনের মৃত্যু হয়েছে বলে সেখানকার সংবাদ মাধ্যম গুলি দাবি করছে ।

অস্বাভাবিক বৃষ্টিতে বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহীর বহু প্রদেশ জলমগ্ন হয়ে পড়েছে। সাহায্যের জন্য প্রশাসনের অপেক্ষায় বসে আছেন হাজার হাজার মানুষ।

বিপর্যস্ত জনজীবন ও ব্যবসা বাণিজ্য । মরুদেশ আমিরশাহীতে এই ধরণের বৃষ্টি গত ৭৫ বছরে হয়নি বলেই অনেকে দাবি করছে । সেই দেশের হাওয়া অফিস বলছে , ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আমিরশাহীর এই অংশে।

ইউ এন আই সূত্রে জানা গেছে, এই বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক দুবাই বিমানবন্দরের। বৃষ্টি আর রান ওয়েতে জল জমে থাকার জন্য, বাতিল হয়েছে ৫০টির বেশি বিমান। আজ , বুধবারও প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে আরব আমিরশাহীতে বলে সেখানকার হাওয়া অফিস জানিয়েছে । এই সব অঞ্চলের সব স্কুল ,কলেজ মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে ।