৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৪:১২:৪৪ অপরাহ্ন


রাজশাহী মহানগরীতে হেরোইনসহ নারী মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২২
রাজশাহী মহানগরীতে হেরোইনসহ নারী মাদক কারবারী গ্রেফতার রাজশাহী মহানগরীতে হেরোইনসহ নারী মাদক কারবারী মোছাঃ সালমা বেগম (৩৪) গ্রেফতার।


রাজশাহী মহানগরীতে হেরোইনসহ মোছাঃ সালমা বেগম (৩৪) নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল রেলস্টেশনের গণশৌচাগারের বারান্দা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতার নারী মাদক কারবারী মোছাঃ সালমা বেগম পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন তেলিখালি গ্রামের মৃত আতাহার আলী হাওলাদারের মেয়ে ।

শুক্রবার র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল রেলস্টেশনে অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ এক নারী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে হেরোইনসহ হাতেনাতে  গ্রেফতার করা হয়। 

গ্রেফতার নারী মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব। 

উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাজশাহীর সময়/এ