২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৬:৩৪:৪৯ পূর্বাহ্ন


রাজশাহীতে বিএসটিআই-এর অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২২-০৫-২০২৩
রাজশাহীতে বিএসটিআই-এর অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহীতে বিএসটিআই-এর অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা


রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে।

সোমবার (২২ মে) সকালে উপজেলা প্রশাসন চারঘাট এ অভিযান পরিচালনাকালে চারঘাট থানাধীন হলিদাগাছি স্টেশন রোডে সাথী সুপার আইসবার নামের একটি প্রতিষ্ঠান ১০ হাজার টাকা করেন। 

জানা গেছে, উৎপাদিত আইসক্রিম পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় এবং মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা এই জরিমানা করেন মোবাইল কোর্ট। এ সময় জব্দকৃত স্যাকারিন ও টেক্সটাইল কালার বিজ্ঞ আদালতের নির্দেশে বিনষ্ট করা হয়। 

অভিযানে নেতৃতে দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মানজুরা মুশাররফ, সহকারী কমিশনার (ভূমি)। 

এ সময় উপস্থিত ছিলেন, প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী’র কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবু বকর, পরিদর্শক (মেট) প্রমুখ।