১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১২:৪১:৫৫ পূর্বাহ্ন


সন্তানদের খুনের হুমকি দিয়ে মহিলাকে ধর্ষণ! ধর্ষককে গণধোলাই
সুমাইয়া তাবাস্সুম:
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২৩
সন্তানদের খুনের হুমকি দিয়ে মহিলাকে ধর্ষণ! ধর্ষককে গণধোলাই সন্তানদের খুনের হুমকি দিয়ে বধূকে ধর্ষণ। এ ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার


সন্তানদের খুনের হুমকি দিয়ে বধূকে ধর্ষণ। এ ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ধর্ষককে বেধড়ক মারধর করে পুলিশে সোপর্দ  করেছে উত্তেজিত জনতা।

জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ৭ নম্বর মেরিগঞ্জের বাসিন্দা ওই মহিলা। মঙ্গলবার রাতে তাঁর স্বামী কাজের তাগিদে বাড়িতে ছিলেন না। সন্তানদের নিয়ে ছিলেন বধূ। স্বামী না থাকার সুযোগকে কাজে লাগিয়ে মহিলার ঘরে যায় বাবুরালি গাজি। অভিযোগ, সন্তানদের খুনের হুমকি দিয়ে মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত। কাজ সেরে ফেরার পথে স্ত্রীর আর্তনাদ শুনতে পান নির্যাতিতা স্বামী। তড়িঘড়ি ছুটে যান ঘরে।

স্বামী বাড়ি ফিরতেই গোটা বিষয়টি জানান নির্যাতিতা। ঘটনার কথা জানাজানি হওয়ার পরই অভিযুক্ত বাবুরালিকে গণধোলাই দেয় গ্রামবাসীরা। খবর দেওয়া হয় কুলতলি থানায়। ইতিমধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধৃতকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। গোটা ঘটনায় আতঙ্কে নির্যাতিতা ও তাঁর সন্তানরা।