২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ০১:৪৫:৫২ অপরাহ্ন


রাণীশংকৈলে ২২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন বক্স উপহার
হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-১০-২০২৩
রাণীশংকৈলে ২২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন বক্স উপহার রাণীশংকৈলে ২২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন বক্স উপহার


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রণির শিক্ষার্থীদের মাঝে উপহার হিসাবে বিনামূল্যে একটি করে খাবার রাখার টিফিন বক্স বিতরণ করা হয়। 

উপজেলা সহকারী শিক্ষা অফিসার সীমান্ত বসাকের উদ্যোগে এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সহযোগিতায় নেকমরদ ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে টিফিন বক্স বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ইউএনও শাহরিয়ার রহমান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার প্রমুখ।এছাড়াও বিভিন্ন সামাজিক -রাজনৈতিক ব্যক্তিবর্গ, ২২ টি স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ,ইউপি সদস্য ও সুবিধাভোগী শিক্ষার্থীনা উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে ওইসব টিফিন বক্স বিতরণ করেন। টিফিন বক্স পেয়ে সুবিধাভোগী শিক্ষার্থীরা চরম খুশি হয়ে বলেন,এখন থেকে বাড়ি থেকে খাবার আনতে আমাদের আর কোন সমস্যা রইল না।