২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ০১:৪৩:০১ অপরাহ্ন


মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-০৩-২০২৪
মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড ছবি: সংগৃহীত


সিরাজগঞ্জে ঘুমন্ত অবস্থায় মাকে গলা কেটে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে (৩৯) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল বাশার মিঞা এ আদেশ দেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি জেবুন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জুয়া খেলায় আসক্ত ছিলেন নিয়ন। এতে অনেক টাকা ঋণ হওয়ায় বিভিন্ন সময় মায়ের কাছে অর্থ দাবি করতেন তিনি। এ নিয়ে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ভোরে নিজ বাড়িতে মা রশিদা খানমকে (৬৫) ঘুমন্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর পালিয়ে যান।

পরে নিহতের ছোট ছেলে নাছিম ইমরান নিশাত বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। ২০২১ সালের ২২ ডিসেম্বর রাতে গাজীপুর থেকে নাহিদ ইমরান নিয়নকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেফতারের পর নিয়ন মাকে হত্যার দায় স্বীকার করেন। এ মামলার দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত আজ এ রায় ঘোষণা করেন।