২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৩:৪২:৫৩ পূর্বাহ্ন


৫০ ও ৫১ মিনিটে জোড়া গোল ইংল্যান্ডের
আব্দুল্লাহ্ সাদাত:
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২২
৫০ ও ৫১ মিনিটে জোড়া গোল ইংল্যান্ডের ৫০ ও ৫১ মিনিটে জোড়া গোল ইংল্যান্ডের


মাত্র ৫৬ সেকেন্ডের মধ্যে ব্রিটিশ বাহিনীর জোড়া গোল তছনছ করে দেয় ওয়েলেসের রক্ষণকে। প্রথম গোল রসফর্ডের। আর দ্বিতীয় গোল ফিল ফোডেনের। যা ম্যাচের রঙ পাল্টে দেয় ।

ম্যাচের প্রথম থেকেই এদিন ওয়েলসের ওপর চাপ রেখেছিল ইংল্যান্ড। প্রথমার্ধে গ্যারেথ বেলদের মাঝমাঠের ওপর উঠতেই দেয়নি লুক শ-রা। তবে প্রথমার্ধে ইংল্যান্ডের আক্রমণ কোনওমতে সামলালেও দ্বিতীয়ার্ধের যেন খেই হারিয়ে ফেরে ওয়েলস।

৫০ ও ৫১ মিনিটে জোড়া গোল আসে। ফোডেন ও রসফোর্ড মাঠের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছে। দু’জনেই উইং বদল করে এগিয়ে যায় ওয়েলসের বক্সের দিকে। তবে ফোডেনকে বক্সের ঠিক বাইরেই ফাউল করে বসেন মেফাম। ২২ গজ দূর থেকে রসফোর্ডের ইনসুইং প্রতিহত করতে পারেননি ড্যানি ওয়ার্ড। ম্যাচের প্রথম গোল আসে ইংল্যান্ডের খাতায়।

সেই রেশ কাটতে না কাটতেই ৫১ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন ফোডেন। বাঁদিক থেকে হ্যারি কেনের বাড়ানো দুরন্ত বল পায়ে ধরে ওয়েলসের জালে জড়িয়ে দেন তিনি।