২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১২:৫০:২৭ পূর্বাহ্ন


চাঁপাইনবাবগঞ্জে বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২৩
চাঁপাইনবাবগঞ্জে বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জে বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ যুবক আটক


চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ রবিউল ইসলাম (৩০) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (৬ আগস্ট) দিবাগত রাত পোনে ১১টায় জেলার শিবগঞ্জ উপজেলায় একটি অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। 

আটক যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান পেট্রোল পাম্প সংলগ্ন ইউসুফ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০)।

এ বিষয়ে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. ছাইদুল হাসানের নির্দেশক্রমে রোববার দিবাগত রাত পোনে ১১টায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস্) মো. রোকনুজ্জামান সরকারের তত্ত্বাবধানে এসআই মো. আসগর আলীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাসস্ট্যান্ডের একতা কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। এ সময় কানসাট হতে ছেড়ে আসা ঢাকাগামী একতা পরিবহনে অভিযান পরিচালনা করে ধৃত রবিউলকে চ্যালেঞ্জ করা হলে তার পরিহিত কালো রংয়ের জিন্স প্যান্টের সামনের বেল্টের নাভির নিচে  অভিনব কায়দায় লুকায়িত লাল রংয়ের টিস্যু ব্যাগ জব্দ করা হয়। পরে টিস্যু ব্যাগ খুলে তার ভেতর স্কচ টেপ দিয়ে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ম্যাগজিনে ৩ রাউন্ড গুলি লোডকৃত একটি বিদেশী সচল পিস্তল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রবিউল তার দোষ স্বীকার করায় তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।