২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ০৫:৫৮:৪৯ অপরাহ্ন


গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২৩
গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ফাইল ফটো


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে মো. রোজিম আলি (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (২ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

রোজিম আলি গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নিমঈল এলাকার আবুল কালামের ছেলে।

উপজেলার রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান জানান, রাতে রোজিমসহ ৫-৬ জন গরু আনতে ভারতে যান। এ সময় ভারতের ভবানীপুর সীমান্তের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রোজিম গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নওগাঁ-১৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক বলেন, মৃত্যুর বিষয়ে বিএসিএফ কোনো তথ্য না দিলেও মালদা বিএসএফের ভবানীপুর ক্যাম্পের অধিনায়ক গোলাগুলির বিষয়টি স্বীকার করেন।