২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৮:৪৭:৫৮ পূর্বাহ্ন


টেনিস থেকে অবসরের ঘোষণা রজার ফেদেরারের
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৬-০৯-২০২২
টেনিস থেকে অবসরের ঘোষণা রজার ফেদেরারের রজার ফেদেরার। ফাইল ফটো


টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রজার ফেদেরার। এ মাসে লেভার কাপই হতে যাচ্ছে তাঁর শেষ টুর্নামেন্ট।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বিদায়ের ঘোষণা দেন ২০ বারের গ্র্যান্ড স্লামজয়ী কিংবদন্তি।

ফেদেরার জানান, লন্ডনে অনুষ্ঠিতব্য লেভার কাপ হবে তার ক্যারিয়ারের শেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট।

তার টেনিস যাত্রায় সঙ্গী হওয়া সকলকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে তিনি বলেন, ‘আমার বয়স এখন ৪১ বছর। পেশাদারী ক্যারিয়ারের ২৪ বছরে প্রায় ১৫০০’র বেশি ম্যাচ খেলেছি। টেনিস আমার সঙ্গে এমনভাবে জড়িয়েছে, যা আমি স্বপ্নেও ভাবিনি। কিন্তু আমার মনে হচ্ছে এখনই এই প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার সময়। ’ 

ফেদেরার তার স্ত্রী মিরকাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রত্যেক ফাইনাল ম্যাচের আগে সে (ফেদেরারের স্ত্রী) আমাকে উৎসাহ দিতো। অসংখ্য ম্যাচে সে আমার খেলা দেখে উৎসাহ যুগিয়েছে। এমনকি আট মাসের গর্ভবতী থাকা অবস্থায়ও আমার সাথে থেকেছে। প্রায় ২০ বছর ধরে আমার সঙ্গে প্রত্যেকটি সফরে অংশগ্রহণ করেছে। ’