২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১০:০৬:১৪ পূর্বাহ্ন


শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২২
শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া ফাইল ফটো


দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বৃহস্পতিবার (২ জুন) শ্রীলঙ্কার মাটিতে পা রেখেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সদ্য শেষ হওয়া বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে তারা।

অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড করোনায় আক্রান্ত হওয়ায় এই সফরের প্রথম টি-টোয়েন্টিতে দায়িত্ব সামলাবেন সহকারী কোচ মাইকেল ডি ভেনুতো।বিমানবন্দরে অজি দলের ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে তাদের অভিবাদন জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এএলসি)। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। 

১৪ জুন থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ২৯ জুন থেকে গলে শুরু হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ জুলাই থেকে।

রাজশাহীর সময়/এ